অতিরিক্ত দামে স্যালাইন বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা
সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান
স্যালাইনের সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য ৯১.৭২ হলেও বিক্রি করা হচ্ছিল ২০০ টাকায়। এই অপরাধে ফার্মেসি ব্যবসায়ীকে জরিমানা করেছে সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে শহরের দরগা রোড, বাহিরগোলা বাজার ও সদর উপজেলার ছোনগাছা বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।এতে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক মো. হাসান-আল-মারুফ।
হাসান-আল-মারুফ বলেন, স্যালাইনের নির্ধারিত মূল্য ৯২ টাকা হলেও ২০০ টাকা বিক্রি করায় দরগা রোডের পাল অ্যান্ড সন্স ফার্মেসিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও মূল্য তালিকা যাচাই-বাছাই, কেনাবেচার ভাউচার সংরক্ষণ, সরকার নির্ধারিত মূল্যে আলু, পেঁয়াজ, ডিম বিক্রি করার জন্য অনুরোধ করাসহ মাইকিং করে ভোক্তা ও ব্যবসায়ীদের সচেতন করা হয়।