দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর ফ্রি চিকিৎসা সেবা প্রদান
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার দুর্গম শিশকবাড়ীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোন
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার দুর্গম শিশকবাড়ীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোন। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) শিশকবাড়ী সেনা ক্যাম্প সংলগ্ন গকুলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী গুইমারা সেনা রিজিয়নের তত্ত্বাবধানে পাঁচ শতাধিক মানুষকে চিকিৎসা সেবা দেওয়া হয়।
চিকিৎসা ক্যাম্প পরিচালনা করেন মাটিরাঙ্গা জোনের মেডিকেল কর্মকর্তা ক্যাপ্টেন ডা. সাইফুজ্জামান সায়ক।
তিনি বলেন, প্রয়োজন থাকলেও দুর্গম এলাকার লোকজন অর্থাভাবে শহরে গিয়ে বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে পারেন না। সেনাবাহিনী সবসময়ই মানবিক দায়িত্ববোধ থেকে তাদের দোড়গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় চিকিৎসাবঞ্চিত শিশকবাড়ীতে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হচ্ছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
স্থানীয় ইউপি সদস্য ধর্মজ্যোতি ত্রিপুরা মাটিরাঙ্গা জোনের মানবিক কর্মকাণ্ডকে সাধুবাদ জানান। তিনি বলেন, সেনাবাহিনীর চিকিৎসা সেবা পেয়ে স্থানীয় দুস্থ ও অসহায় মানুষের মুখে হাসি ফুটেছে। সেনাবাহিনীর এ ধরনের মানবিক কর্মকাণ্ড স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে বলে জানান তিনি।