ঢামেকে প্রথমবারের মতো টেস্টটিউব বেবির জন্ম

ডক্টর টিভি রিপোর্ট
2023-09-15 11:03:11
ঢামেকে প্রথমবারের মতো টেস্টটিউব বেবির জন্ম

সরকারি ব্যবস্থাপনায় ঢাকা মেডিকেলে বাংলাদেশের প্রথম টেস্ট টিউব বেবি (ইন ভিট্রো ফার্টিলাইজেশন) জন্ম

অসাধারণ এক অর্জন করলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বন্ধ্যাত্ব বিশেষজ্ঞরা। দারুণ এক ইতিহাস সৃষ্টি করেছেন তাঁরা। সরকারি ব্যবস্থাপনায় ঢাকা মেডিকেলে বাংলাদেশের প্রথম টেস্ট টিউব বেবি (ইন ভিট্রো ফার্টিলাইজেশন) জন্ম নিয়েছে গত সপ্তাহে। 

উল্লেখ্য, ১৯৭৮ সালের ২৫ জানুয়ারি ইংল্যান্ডে প্রথম টেস্টটিউব শিশুর জন্ম হয়। এরপর ২০০১ সালে বাংলাদেশে প্রথম টেস্টটিউব বেবি জন্ম হয়।‌ এরপর বেসরকারিভাবে কিছু হাসপাতালে ধারাবাহিকভাবে এটি হলেও সরকারিভাবে ঢাকা মেডিকেল কলেজে এটি প্রথম শিশু।

হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক গণমাধ্যমকে বলেন, ‘হাসপাতালের বন্ধ্যত্ব বিশেষজ্ঞদের প্রচেষ্টায় বাংলাদেশে প্রথমবারের মতো সরকারি ব্যবস্থাপনায় জন্ম নিয়েছে টেস্ট টিউব শিশু। প্রায় দুই সপ্তাহ আগে জন্ম নেয় শিশুটি।


আরও দেখুন: