মেডিকেল ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের প্রথম বর্ষের শিক্ষার্থী দ্বিপ জয়ী দাসের অস্বাভাবিক মৃত্যুতে তাঁর স্বজনদের কান্না
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের প্রথম বর্ষের শিক্ষার্থী (এফ -৩২) দ্বিপ জয়ী দাসের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার মাগুরা সদর উপজেলার বাটাজোড় গ্রামের নিজ বাড়িতে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। সূত্র: সময় টিভি অনলাইন।
স্বজনদের দাবি, মেডিকেলে ভর্তির পর থেকে দ্বিপ জয়ী দাসের মনে হতাশা ও ভীতি কাজ করছিল। কঙ্কাল ও ভূতের ভয়ের বিষয়ে পরিবারকে জানায় সে। এরপর পরিবারের পক্ষ থেকে তাকে বাড়িতে আসতে বলা হয়।
বাড়ি আসার পর, বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ১১টার দিকে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.সেকেন্দার আলী। তিনি জানান, মাগুরা সদর উপজেলার বাটাজোড় গ্রামের প্রদীপ কুমার দাসের মেয়ে নিজ বাড়িতে বেলা ১১ টার দিকে গলায় ফাঁস দেন। পরিবারের সদস্যরা তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত ডা. অমর প্রসাদ জানান, দ্বিপ জয়ী দাস নামে এক রোগীকে আনা হয়। হাসপাতালে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছে।