মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁস : কারাগারে আরও চারজন

ডক্টর টিভি রিপোর্ট
2023-09-14 11:45:51
মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁস : কারাগারে আরও চারজন

চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, ঢাকা

মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় ডা. অনিমেষ কুমার কুন্ডুসহ চারজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১৩ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দার এই আদেশ দেন। কারাগারে যাওয়া অপর আসামিরা হলেন—জাকারিয়া আশরাফ, মৈত্রী সাহা ও সাবরিনা নুসরাত রেজা।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার জুয়েল চাকমা তাদের কারাগারে আটক রাখার আবেদন জানান। এই আবেদনের প্রেক্ষিতে আসামিপক্ষের আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার নথি থেকে জানা যায়, দেশের মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষাগুলোতে প্রশ্নফাঁসের ঘটনায় ২০২০ সালের ২০ জুলাই মিরপুর মডেল থানায় একটি মামলা করা হয়। মামলার তদন্তে আসামিদের নাম আসায় সম্প্রতি তাদের গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।


আরও দেখুন: