জাপানি মানের ইআরসিপি সেবা এখন শীপ ইন্টারন্যাশনাল হাসপাতালে

ডক্টর টিভি রিপোর্ট
2023-09-13 13:01:17
জাপানি মানের ইআরসিপি সেবা এখন শীপ ইন্টারন্যাশনাল হাসপাতালে

শীপ ইন্টারন্যাশনাল হাসপাতালে ইআরসিপি প্রসিডিওর চালু

রোগীদের স্বল্প খরচে জাপানি মানসম্পন্ন ইআরসিপি সেবা প্রদান করা হচ্ছে রাজধানীর ঢাকার শীপ ইন্টারন্যাশনাল হাসপাতালে। সম্প্রতি (৩১ আগস্ট) ঢাকার স্বনামধন্য জেনারেল সার্জন, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ও অন্যান্য চিকিৎসকদের অংশগ্রহনে সেখানে থেরাপিউটিক এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং ইআরসিপি ওয়ার্কশপ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে ইআরসিপি প্রসিডিওর চালু হয়েছে শীপ ইন্টারন্যাশনাল হাসপাতালে। 

এ সময় শীপ ইন্টারন্যাশনাল হাসপাতালের চেয়ারম্যান মিস্টার হিরোইউকি কোবায়াশি, হিদেও কোজিমা, ডেপুটি-চেয়ারম্যান এবং সিএফও, উপদেষ্টা ও বাংলাদেশে ল্যাপারোস্কোপির পথিকৃৎ অধ্যাপক ডা. সরদার এ নাঈম, সার্জারি বিভাগের চিফ কনসালটেন্ট ও কো-অর্ডিনেটর অধ্যাপক ডা. ফিরোজ কাদের, কার্ডিওভাসকুলার সার্জন প্রফেসর ডা. এন. এ. কামরুল আহসান, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট এবং হেপাটোলজিস্ট ডা. মো. ফরহাদুল ইসলাম বক্তব্য রাখেন।

ওয়ার্কশপ প্রোগ্রামে আমন্ত্রিত প্রশিক্ষক ছিলেন বাংলাদেশের স্বনামধন্য এবং দক্ষ ও অভিজ্ঞ অধ্যাপক ড. এ এইচ এম তৌহিদুল আলম এবং ড. মাসফিক আহমেদ ভূঁইয়া।

এছাড়া প্রোগ্রামে শীপ ইন্টারন্যাশনাল হাসপাতালের মেডিকেল উপদেষ্টা এবং হৃদরোগ বিভাগের চিফ কনসালটেন্ট অধ্যাপক ডা. সৈয়দ আলী আহসান, পরিচালক মিঃ ফুতোশি কোনো, পরিচালক মিস্টার হিরোশি কুমাজাকি, উপদেষ্টা মোঃ ইফতেখারুল ইসলাম এবং জেনারেল সার্জন ডা. এম আর করিম রবি  সহ অন্যান্য চিকিৎসক ও কর্মকর্তা এবং অতিথিরা উপস্থিত ছিলেন।


আরও দেখুন: