স্বাস্থ্য পরীক্ষা করবে এবার স্কুলের খুদে চিকিৎসকেরা

ডক্টর ডেস্ক
2023-09-13 12:34:42
স্বাস্থ্য পরীক্ষা করবে এবার স্কুলের খুদে চিকিৎসকেরা

মাধ্যমিক স্কুলে খুদে চিকিৎসক

সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুলে খুদে চিকিৎসকের মাধ্যমে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। এ কার্যক্রম শুরু হবে ১৭ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত টানা ছয় দিন। স্কুলে স্কুলে খুদে চিকিৎসকের মাধ্যমে চলবে প্রাথমিক এই স্বাস্থ্য পরীক্ষা।

খুদে চিকিৎসকের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করতে মাঠপর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) অধিদপ্তর থেকে জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে এ–সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। কীভাবে কার্যক্রম চলবে, সেই নির্দেশনাও দিয়েছে মাউশি।

মাউশি বলেছে, শিক্ষার্থীদের নিয়ে খুদে চিকিৎসকের দল গঠন করা হবে। এই দল শিক্ষার্থীদের ওজন, উচ্চতা ও দৃষ্টিশক্তি পরীক্ষা করে অস্বাভাবিক শারীরিক বৃদ্ধি, দৃষ্টিশক্তির ত্রুটিসহ নানা বিষয় গাইড শিক্ষকের নজরে আনবে।

স্বাস্থ্য অধিদপ্তরে গত ১৭ আগস্ট এক সভা হয়। টেকনিক্যাল কমিটির সেই সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৭ থেকে ২৩ সেপ্টেম্বর সরকারি-বেসরকারি সব মাধ্যমিক বিদ্যালয়ে খুদে চিকিৎসকের মাধ্যমে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম আয়োজনের সিদ্ধান্ত হয়।


আরও দেখুন: