অধ্যাপক ডা. কামরুলের নেতৃত্বে জটিল রোগীর সফল অপারেশন সম্পন্ন

ইলিয়াস হোসেন
2023-09-08 20:23:45
অধ্যাপক ডা. কামরুলের নেতৃত্বে জটিল রোগীর সফল অপারেশন সম্পন্ন

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে অধ্যাপক ডা. কামরুলের নেতৃত্বে জটিল রোগীর সফল অপারেশন সম্পন্ন

স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) মহাসচিব ও প্রখ্যাত কার্ডিয়াক সার্জন অধ্যাপক ডা. কামরুল হাসান মিলনের নেতৃত্বে সফলভাবে একই সাথে হার্টের বাইপাস সার্জারি এবং মস্তিষ্কের রক্তনালীর জটিল অপারেশন সম্পন্ন করেছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের একদল চিকিৎসক। অপারেশন পরবর্তীতে রোগী সুস্থ হয়ে বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বাড়ি ফিরেছেন। 

শুক্রবার সন্ধ্যায় ডক্টর টিভি অনলাইনকে এসব তথ্য জানান স্বাচিপের মহাসচিব ও প্রখ্যাত কার্ডিয়াক সার্জন অধ্যাপক ডা. কামরুল হাসান মিলন। 

তিনি বলেন, আগস্টের শেষ সপ্তাহে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সুদক্ষ চিকিৎসকদের সমন্বয়ে এই জটিল অপারেশন সম্পন্ন হয়। এ ধরনের জটিল রোগী খুব একটা পাওয়া যায় না।  দ্রুত অপারেশন না করলে প্রাণহানী ঘটতে পারতো। বিশ্বজুড়ে এ ধরনের অপারেশনে প্রায় অর্ধেক রোগীর মৃত্যুর আশঙ্কা থাকে। বাংলাদেশের সরকারি বেসরকারি পর্যায়ে হৃদরোগের অনেক উন্নত চিকিৎসা হচ্ছে। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের চিকিৎসকদের এই সাফল্য বাংলাদেশের মানুষকে নিঃসন্দেহে আশান্বিত করবে বলে জানান স্বাচিপের মহাসচিব ও প্রখ্যাত কার্ডিয়াক সার্জন অধ্যাপক ডা. কামরুল হাসান মিলন। 


আরও দেখুন: