কর্মবিরতিসহ ৩ দিনের আল্টিমেটাম মমেকের ইন্টার্ন চিকিৎসকদের
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে কর্মরত ইন্টার্ন চিকিৎসকদের ওপর রোগীর স্বজন ও কতিপয় বিপথগামী পুলিশ কর্তৃক ন্যাক্কারজনক ও বর্বরোচিত হামলার প্রতিবাদে ৩ দিনের কর্মবিরতি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) মমেক হাসপাতালের মমেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদ (ইচিপ) এর সভাপতি ডা. মাহিদুল হক অয়ন ও সাধারণ সম্পাদক ডা. প্রতীক বিশ্বাস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ ঘোষণা এ দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে ইন্টার্ন চিকিৎসক নেতারা বলেন, বুধবার (৬ সেপ্টেম্বর) রাত ১০টায় মমেক হাসপাতালের কর্মরত ইন্টার্ন চিকিৎসকদের ওপর রোগীর স্বজন ও কতিপয় বিপথগামী পুলিশ কর্তৃক ন্যাক্কারজনক ও বর্বরোচিত হামলা চালান। এই ঘটনার প্রতিবাদে আগামী ৩ দিন কর্মবিরতি পালন করবেন হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।
এই সময়ের মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ এই ঘটনার সুষ্ঠু সমাধান প্রদানে ব্যর্থ হলে পরবর্তীতে কঠোর পদক্ষেপ নেবে ইন্টার্ন চিকিৎসক পরিষদ মমেক হাসপাতাল শাখা।