এসিআর মাস্টার অ্যাওয়ার্ড পেলেন অধ্যাপক ডা. সৈয়দ আতিকুল হক

ডক্টর টিভি রিপোর্ট
2023-09-07 10:17:19
এসিআর মাস্টার অ্যাওয়ার্ড পেলেন অধ্যাপক ডা. সৈয়দ আতিকুল হক

অধ্যাপক ডা. সৈয়দ আতিকুল হক

আমেরিকার কলেজ অফ রিউমাটোলজি থেকে এসিআর মাস্টার অ্যাওয়ার্ড লাভ করলেন প্রখ্যাত মেডিসিন ও বাতরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সৈয়দ আতিকুল হক। তাঁর এই অনন্য অর্জনের জন্য মঙ্গলবার বার (৫ সেপ্টেম্বর) অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন গ্রিনলাইফ মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান প্রফেসর সামসুদ্দিন আহমেদ এবং ম্যানেজিং ডিরেক্টর ডা. মইনুল আহসান। 

উল্লেখ্য, অধ্যাপক ডা. সৈয়দ আতিকুল হক ২০০৯-২০১২ বিএসএমএমইউ’র মেডিসিন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি রিউমাটোলজি বিভাগের প্রধান হিসেবে কর্ম সম্পাদন করেন।

২০১৮-২০ মেয়াদে রিউমাটোলজির জন্য এশিয়া প্যাসিফিক লিগ অব অ্যাসোসিয়েশনগুলোর সভাপতি ছিলেন অধ্যাপক ডা. সৈয়দ আতিকুল হক। 

২০২২ সালে তিনি প্রথম বাংলাদেশি রিউমাটোলজিস্ট হিসেবে অ্যাপলার পুরস্কা লাভ করেন। 

চিকিৎসা বিজ্ঞানে বিভিন্ন অবদান রাখা এই চিকিৎসকের জন্ম চট্টগ্রামে। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। পরে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স থেকে এফসিপিএস (মেডিসিন) ডিগ্রি অর্জন করেন।


আরও দেখুন: