মেডিসিনের ২৭ শিক্ষককে নতুন কর্মস্থলে যোগদানের আদেশ
মেডিসিনের ২৭ শিক্ষককে নতুন কর্মস্থলে যোগদানের আদেশ
অধ্যাপক পদে পদোন্নতি পাওয়া মেডিসিন বিভাগের ২৭ চিকিৎসককে নতুন কর্মস্থলে যোগদানের আদেশ দেয়া হয়েছে। বুধবার (৩০ আগস্ট) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ অধিশাখার উপসচিব মোহাম্মদ রুহুল কুদ্দুস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়েছে। সম্প্রতি (৭ আগস্ট) তারা অধ্যাপক হিসেবে পদোন্নতি পান।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘স্বাস্থ্য সেবা বিভাগের গত ৭ আগস্ট ২০২৩ তারিখের ৪৫.০০.০০০০.১৪৭.১২.০৪২.১২.০৪২.২৩.৪৪৫ নং স্মারকে অধ্যাপক পদে পদোন্নতিপ্রাপ্ত নিম্নবর্ণিত কর্মকর্তাদের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে যোগদান করেছেন। পদোন্নতিপ্রাপ্ত বিশেষজ্ঞ ২৭ চিকিৎসক যোগদানপত্র তাঁদের যোগদানের তারিখ থেকে গ্রহণ করা হলো এবং পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁদের নামের পার্শ্বে বর্ণিত কর্মস্থলে বদলি ও পদায়ন করা হলো।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে- বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।