ডেঙ্গুর স্যালাইনের কৃত্রিম সংকট, ৪ ফার্মেসিকে জরিমানা
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল গেট সংলগ্ন ৪টি ফার্মেসিকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত
ডেঙ্গু রোগীর চিকিৎসায় অতিপ্রয়োজনীয় ডিএনএস স্যালাইন লুকিয়ে কৃত্রিম সংকট সৃষ্টি করে রোগী ও রোগীর স্বজনদের কাছ থেকে হাতিয়ে নেওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল গেট সংলগ্ন ৪টি ফার্মেসিকে জরিমানা করা হয়েছে। বুধবার (৩০ আগস্ট) দুপুরে যৌথভাবে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন ও ঔষধ প্রশাসন অধিদপ্তর।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত। তিনি চার ফার্মেসিকে ৮০ হাজার টাকা জরিমানা করেন। একইসাথে প্রায় ২ লাখ টাকার অনিবন্ধিত ওষুধ জব্দ করা হয়।
অভিযানে চমেক হাসপাতাল গেটের সাহান মেডিকোকে ২০ হাজার টাকা, সবুজ ফার্মেসিকে ১০ হাজার টাকা, ইমন মেডিকেল হলকে ২০ হাজার টাকা এবং পপুলার মেডিসিন কর্নারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশ খাবার তৈরির অপরাধে হাসপাতাল গেটের ভান্ডারি হোটেল ও আল মঞ্জুর হোটেলকে ২০ হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।