লক্ষ্যমাত্রার প্রায় ৮৫ শতাংশ কর্মী টিটেনাস এন্ড ডিপথেরিয়া টিকার আওতায়

ডক্টর টিভি রিপোর্ট
2023-08-28 11:16:19
লক্ষ্যমাত্রার প্রায় ৮৫ শতাংশ কর্মী টিটেনাস এন্ড ডিপথেরিয়া টিকার আওতায়

স্টাইলিশ গার্মেন্টস লিঃ নামের পোশাক শিল্প কারখানায় জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বিজিএমইএ ও পোশাক শিল্প কারখানার মালিকদের সহযোগিতায় ১৫-৪৯ বছর মহিলাদের টিডি (টিটেনাস এন্ড ডিপথেরিয়া) টিকা প্রদান

গাজীপুরে লক্ষ্যমাত্রার প্রায় ৮৫% কর্মীকে টিটেনাস এন্ড ডিপথেরিয়া টিকার আওতায় আনা হয়েছে। রোববার (২৭ আগস্ট) স্টাইলিশ গার্মেন্টস লিঃ নামের পোশাক শিল্প কারখানায় জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বিজিএমইএ ও পোশাক শিল্প কারখানার মালিকদের সহযোগিতায় ১৫-৪৯ বছর মহিলাদের টিডি (টিটেনাস এন্ড ডিপথেরিয়া) টিকা প্রদানকালে এ তথ্য জানানো হয়। 

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান, সদর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মাহমুদা আখতার, এমও-সিএস ডা. মো. হাবিবুর রহমান,  এসআইএমও ডা. লী শান্তা মন্ডল, স্টাইলিশ গার্মেন্টস লিমিটেডের চেয়ারম্যান সালাউদ্দীন আহমদ চৌধুরী, বিজিএমই প্রতিনিধিসহ আরও অনেক সরকারি ও বেসরকারি কর্মকর্তারা। 


আরও দেখুন: