ডা. তারিমকে স্বাচিপ থেকে অব্যাহতির সুপারিশ
খুলনার থ্রি ডক্টরস কোচিং সেন্টারের উপদেষ্টা ডা. ইউনুস উজ্জামান খান তারিম
খুলনার থ্রি ডক্টরস কোচিং সেন্টারের উপদেষ্টা ডা. ইউনুস উজ্জামান খান তারিমকে স্বাধীনতা চিকিৎসক পরিষদ-স্বাচিপের খুলনা জেলা সাংগঠনিক সম্পাদক পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে। বুধবার (২৩ আগস্ট) বিকালে সুপারিশটি কেন্দ্রীয় সংগঠনের কাছে পাঠানো হয়।
গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাচিপ খুলনা জেলা সাধারণ সম্পাদক ডা. মেহেদী নেওয়াজ। তিনি বলেন, সিআইডির হাতে গ্রেফতার হওয়ার কারণে ডা. ইউনুস উজ্জামান খান তারিমকে সাংগঠনিক সম্পাদক পদ থেকে সাময়িক অব্যাহতির সুপারিশ কেন্দ্রে পাঠানো হয়েছে।
মেডিকেল প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ১৮ আগস্ট সিআইডি খুলনা থেকে ডা. তারিমসহ পাঁচ চিকিৎসককে গ্রেফতার করে। ২১ আগস্ট তাদের গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠায় সিআইডি।
ডা. তারিম স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) খুলনা জেলার সাংগঠনিক সম্পাদক ও খুলনা মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি ওই হাসপাতালের অর্থপেডিক বিভাগের সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত। প্রায় দেড় যুগ ধরে মেডিকেল ভর্তি কোচিংয়ের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন ডা. তারিম।