শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে সফলভাবে এপেন্ডিসেক্টমি অপারেশন সম্পন্ন

ডক্টর টিভি রিপোর্ট
2023-08-21 10:05:57
শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে সফলভাবে এপেন্ডিসেক্টমি অপারেশন সম্পন্ন

সফলভাবে এপেন্ডিসাইটিসের অপারেশন সম্পন্ন হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

সফলভাবে এপেন্ডিসাইটিসের অপারেশন সম্পন্ন হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। অপারেশন পরবর্তী রোগী ভাল আছেন। সোমবার (২১ আগস্ট) ডক্টর টিভিকে এ তথ্য জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী। 

ডক্টর টিভিকে তিনি জানান, রোববার (২০ আগস্ট) উপজেলা শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারশেন করা হয়। সফলভাবে অপারেশন সম্পন্ন করেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্জারি কন্সালটেন্ট ডা. অশোক ঘোষ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী আরও বলেন, এপেন্ডিসাইটিসে আক্রান্ত রোগীর পেট কাটার পর একটি ভিন্ন ধরনের এপেনডিক্স দেখা যায়, যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় "রেট্রোসিকাল এপেন্ডিক্স"।

এই এপেনডিক্সটি সাধারণত খুঁজে পাওয়া অনেক কঠিন এবং রোগীটির পেটের মেসেন্টারির রুট নামক স্থানে খুঁজে পাওয়া যায়৷ অভ্যন্তরীণ প্রদাহের কারণে এপেনডিক্সটি ফুলে ৬ সে:মি: হয়ে গিয়েছিলো। সার্জারি কন্সালটেন্ট ডা. অশোক ঘোষের প্রচেষ্টায় এই চ্যালেঞ্জিং অস্ত্রোপচারটি সম্পন্ন হয়। 


আরও দেখুন: