চিকিৎসকের ক্লিনিক্যাল আই কাজে লাগাতে হবে : বিএসএমএমইউ ভিসি
ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিএসএমএমইউ ভিসিসহ অন্যান্য অতিথি
রোগ বুঝতে ও রোগীদেরকে চিকিৎসাসেবা প্রদানের ক্ষেত্রে চিকিৎসকের ক্লিনিক্যাল আইকে কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ। চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি বলেন, ভালো করে রোগীর কথা, রোগের বর্ণনা শুনতে হবে। প্রয়োজন ছাড়া টেস্ট দেয়া যাবে না। ছাত্র জীবনে শিক্ষকদের কাছে হাতে কলমে শিখতে হবে। ছাত্র জীবনেই প্রস্তুতি নিতে হবে যাতে করে ভালো ডাক্তার হওয়ার সাথে সাথে ভালো মানুষ হওয়া যায়।
বুধবার (১৬ আগস্ট) ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজের ১৫তম ব্যাচের ছাত্রছাত্রীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএসএমএমইউ ভিসি এসব কথা বলেন।
এতে সভাপতিত্ব করেন ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এ এস এম মনিরুল আলম।
বিএসএমএমইউ ভিসি তাঁর বক্তব্যে ছাত্রছাত্রীদের ডিসিপ্লিন মেনে চলা, সময়ানুবর্তিতা, প্রতিদিনের লেখাপড়া প্রতিদিন সম্পন্ন করা, সোশ্যাল মিডিয়ার প্রতি অধিক মনযোগী না হয়ে বই পড়ার উপর গুরুত্ব দেয়া, রাত ১০টার পড়ে ফেইসবুক না দেখা, যার যে কাজ সঠিকভাবে পালন করা, এ্যাপ্রোন পরিধান করা ইত্যাদির উপর গুরুত্বারোপ করেন।