স্যালাইনের চাহিদা পূরণে কাজ করছে মন্ত্রণালয় : স্বাস্থ্যমন্ত্রী

ডক্টর টিভি রিপোর্ট
2023-08-12 10:59:58
স্যালাইনের চাহিদা পূরণে কাজ করছে মন্ত্রণালয় : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ায় দেশে সৃষ্ট স্যালাইন সংকট পূরণে কাজ করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। শুক্রবার (১১ আগস্ট) বিকেলে মানিকগঞ্জ সদরের ঢাকুলি এলাকায় সড়ক নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। 

তাঁরমতে, ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ায় দেশে স্যালাইনের চাহিদা ১০-১২ গুণ বেড়ে গেছে। চাহিদা বাড়ার ফলে বিভিন্নস্থানে স্যালাইন সংকট বলে জানান মন্ত্রী।  

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দেশে স্যালাইনের বাড়তি চাহিদা পূরণে উৎপাদন বাড়ানোর জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেয়া হয়েছে। এমনকি প্রয়োজনে দেশের বাইরে থেকেও স্যালাইন আমদানি করতে মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে।

এ সময় ডেঙ্গু প্রতিরোধে মশা নিধনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আরও গতিশীল হওয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। তাঁরমতে, কারণ মশা কমলেই ডেঙ্গুর প্রাদুর্ভাব কমে যাবে। এডিস মশা যাতে জন্ম না হয় এজন্য বাড়ির আশপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সবাইকে পরামর্শ দেন তিনি।  

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, দেশে ডেঙ্গু পরীক্ষার কিটের কোন সংকট নেই। সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার কিট চাহিদা মোতাবেক দ্রুত সরবরাহ করারও আশ্বাস দেন তিনি। 


আরও দেখুন: