বিধিনিষেধ তুলে নিল অধিদপ্তর, পুরোদমে সচল সেন্ট্রাল হাসপাতাল

ডক্টর টিভি রিপোর্ট
2023-08-11 11:59:45
বিধিনিষেধ তুলে নিল অধিদপ্তর, পুরোদমে সচল সেন্ট্রাল হাসপাতাল

সেন্ট্রাল হাসপাতাল

সেন্ট্রাল হাসপাতালের ওপর থেকে সব ধরনের বিধি নিষেধ তুলে নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সেইসাথে ৭টি নির্দেশনাসহ হাসপাতালের সকল কার্যক্রম চালুর অনুমতি দেয়া হয়েছে। গতকাল  বৃহস্পতিবার (১০ আগস্ট) অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. মো. হাবিবুল আহসান তালুকদার স্বাক্ষরিত নোটিশ থেকে এসব তথ্য জানা গেছে।  

নোটিশে বলা হয়েছে, নিম্নে বর্ণিত নির্দেশনা প্রতিপালন সাপেক্ষে অপারেশন থিয়েটারসহ সব ধরনের অন্যান্য বিভাগের কার্যক্রম চালু করার অনুমতি দেয়া হল। 

১. সেন্ট্রাল হাসপাতালে কনসালটেন্সি সেবাদানকারী বিশেষজ্ঞ চিকিৎসকদের নাম, বিশেষজ্ঞ সেবার সময় এবং সেবামূল্য উল্লেখপূর্বক তালিকা আগত সেবাগ্রহীতাদের জন্য দৃশ্যমান জায়গায় প্রদর্শন করতে হবে। 

 ২. আগত সকল রোগীর সিরিয়াল ও বিশেষজ্ঞ সেবার তথ্যের জন্য হাসপাতালের নিজস্ব ব্যবস্থাপনায় অনলাইন/তথ্যকেন্দ্র থাকতে হবে। 

৩. আইসিইউ-তে ২৪/৭ বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করতে হবে। 

৪. এনআইসিইউ-তে ২৪/৭ বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করতে হবে।

৫. আগামী এক বছর সিজারিয়ান সেকশন, নরমাল ডেলিভারির সকল তথ্য প্রতিমাসে স্বাস্থ্য অধিদপ্তরে প্রেরণ করতে হবে।

৬. আগামী এক বছর আইসিইউ ও এনআইসিইউ-তে ভর্তি রোগীর তথ্যাদি স্বাস্থ্য অধিদপ্তরে প্রেরণ করতে হবে। 

৭. আগামী এক বছর সকল কার্যক্রম পর্যবেক্ষণে রাখা হবে। 

এসব নির্দেশনার ব্যত্যয় ঘটলে হাসপাতাল পরিচালনায় বিদ্যমান আইন অনুযায়ী ব্যবস্থা নেবে অধিদপ্তর।

Central-dghs


আরও দেখুন: