কিশোরগঞ্জ কারাগারে কয়েদীদের যক্ষ্মা স্ক্রিনিং

ডক্টর টিভি রিপোর্ট
2023-08-09 11:42:39
 কিশোরগঞ্জ কারাগারে কয়েদীদের যক্ষ্মা স্ক্রিনিং

কিশোরগঞ্জ জেলা কারাগারে সন্দেহভাজন কয়েদীদের যক্ষ্মা রোগের স্ক্রিনিং কার্যক্রম সম্পন্ন

কিশোরগঞ্জ জেলা কারাগারে সন্দেহভাজন কয়েদীদের যক্ষ্মা রোগের স্ক্রিনিং কার্যক্রম সম্পন্ন হয়েছে। গত ২৬ জুলাই থেকে ১ আগস্ট মোট ৯৭৮ জনকে স্ক্রিনিং করে ১৫৬ টি নমুনা সংগ্রহ করা হয়। স্ক্রিনিং-এ সনাক্তকৃত যক্ষ্মা রোগীদের এবং তাদের সান্নিধ্যে থাকা কয়েদীদের ইতোমধ্যে আইসোলেশন করে চিকিৎসা প্রদান করা হচ্ছে।

কিশোরগঞ্জ সিভিল সার্জন অফিস আয়োজিত জেলা কারাগারে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি’র একটিভ কেইস ফাইন্ডিং কার্যক্রমটি সিভিল সার্জন ডা. সাইফুল ইসলোমের নির্দেশে ও প্রত্যক্ষ তত্ত্বাবধানে সুসম্পন্ন হয়।

এতে মনিটরিং এবং সুপারভিশনের দায়িত্বে ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার, ডিস্ট্রিক্ট সার্ভিল্যান্স মেডিকেল অফিসার, কার্যক্রম সংগঠক, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক ও ডেমিয়েন ফাউন্ডেশনের টিএলসিএ-গণ। 


আরও দেখুন: