বিনামূল্যে নিয়মিত এনজিওগ্রাম হচ্ছে ময়মনসিংহ মেডিকেলে

ডক্টর টিভি রিপোর্ট
2023-08-03 10:27:44
বিনামূল্যে নিয়মিত এনজিওগ্রাম হচ্ছে ময়মনসিংহ মেডিকেলে

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের হৃদরোগ বিভাগে ক্যাথল্যাব ডে’র খন্ডচিত্র

হৃদরোগীদের বিনামূল্যে নিয়মিত এনজিওগ্রাম হচ্ছে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক)  হাসপাতালের হৃদরোগ বিভাগে। এরই ধারাবাহিকতায় বুধবার (২ আগস্ট) বিভাগের ক্যাথল্যাব ডে উপলক্ষে একদিনে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন ৬ হৃদরোগী।

ডক্টর টিভিকে এই তথ্য জানিয়েছেন মমেক হাসপাতালে হৃদরোগ বিষয়ে ডি-কার্ড ও এফসিপিএস প্রশিক্ষণত চিকিৎসক ডা. মারুফ রায়হান খান। 

তিনি বলেন, শ্রদ্ধেয় বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. গোবিন্দ পাল স্যার এবং জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের ইউনিট প্রধান শ্রদ্ধেয় অধ্যাপক ডা. নূর আলম স্যারের তত্ত্বাবধানে এবং অন্যান্য শ্রদ্ধেয় স্যারসহ ১২ চিকিৎসকের অংশগ্রহণে সুন্দর একটি ক্যাথল্যাব ডে সম্পন্ন হয়েছে। এদিন চিকিৎসা সেবা গ্রহণকারীদের কাছ থেকে চিকিৎসা বাবদ কোন টাকা নেয়া হয়নি। কেবল হার্টের রিং বাবদ প্রয়োজনীয় খরচ দিয়েছেন রোগীরা। 

ডা. মারুফ রায়হান খান আরও জানান, মমেক হাসপাতালের হৃদরোগ বিভাগে অত্যাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ। অন্তত ২৫ জন বিশেষ চিকিৎসক এখানে কর্মরত আছেন। হৃদরোগের সবধরনের চিকিৎসা হয়ে থাকে বিভাগটিতে। তবে, সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত টেকনিশিয়ান না থাকায় কাজে সমস্যা হয়ে থাকে বলে জানান তিনি। 

উল্লেখ্য, মমেক হাসপাতালের হৃদরোগ বিভাগে কার্ডিয়াক ক্যাথল্যাব চালু হয়েছে ২০২০ সালের ১৫ ফেব্রুয়ারি। এরপর থেকে নিয়মিত এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি, রিং পরানো, পেসমেকার স্থাপনসহ হৃদরোগের জটিল ও উন্নত চিকিৎসা সেবা দিয়ে আসছেন সেখানকার চিকিৎসকরা।  


আরও দেখুন: