সীতাকুণ্ডে নাক-কান-গলার জটিল অপারেশন সম্পন্ন
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রথমবারের মত নাক-কান-গলার জটিল অস্ত্রোপচার সম্পন্ন
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রথমবারের মত নাক-কান-গলার জটিল অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে। অপারেশন পরবর্তী রোগী ভাল বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নুর উদ্দিন।
বুধবার (২ আগস্ট) ডক্টর টিভিকে তিনি জানান, মঙ্গলবার (১ আগস্ট) সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই জটিল অপারেশন সম্পন্ন হয়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে Excision of cystic neck mass under GA বলা হয়।
নাক কান গলা বিশেষজ্ঞ ডা. সুধেংশু ব্যানার্জীর নেতৃত্বে সহকারী সার্জন ছিলেন ডা. সাইফুল, এনেসথিশিওলজিস্ট হিসেবে ছিলেন ডা. কে. এম. জোবায়দুল হুদা।
ডা. মো. নুর উদ্দিন আরও জানান, সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে সার্জারী বিশেষজ্ঞ ডা. আব্দুল্লাহ আল মারুফের নেতৃত্বে হার্ণিয়ার মত জটিল অস্ত্রোপচারও নিয়মিতভাবে সম্পন্ন হচ্ছে।