তেজগাঁও থানা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে বৈকালিক স্বাস্থ্যসেবা চালু

ডক্টর টিভি রিপোর্ট
2023-07-26 19:09:00
তেজগাঁও থানা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে বৈকালিক স্বাস্থ্যসেবা চালু

রাজধানীর তেজগাঁও থানা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে বৈকালিক স্বাস্থ্যসেবা চালু

রাজধানীর তেজগাঁও থানা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে বৈকালিক স্বাস্থ্যসেবা চালু হয়েছে। বুধবার (২৬ জুলাই) বিকেলে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য সচিব ড. মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার। 

সভাপতিত্ব স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক, পরিচালক প্রশাসন সহ অন্যান্য পরিচালক ও লাইন ডাইরেক্টর। উপস্থিত ছিলেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ঢাকা বিভাগ এবং ঢাকা জেলার সিভিল সার্জন।

তেজগাঁও থানা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গাজী আহমদ হাসান জানান, সম্প্রতি শহর এলাকার সরকারি প্রাথমিক স্বাস্থ্য সেবার মান উন্নয়নের লক্ষ্যে বিদ্যমান ১০টি আরবান ডিস্পেন্সারি, তেজগাঁও থানা স্বাস্থ্য কমপ্লেক্স ও কামরাঙ্গীর চর ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে দ্বিতীয় শিফট (বিকেল ২টা ৩০ মিনিট থেকে রাত ৮টা) বহিঃবিভাগ সেবাদান কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেয় স্বাস্ত্য বিভাগ। এরই অংশ হিসেবে তেজগাঁও থানা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্বিতীয় শিফটে সেবাদান উদ্বোধন করা হলো। 


আরও দেখুন: