স্বাস্থ্য সেবা ও সুরক্ষা আইনের খসড়া পরিমার্জন সভা স্থগিত

ডক্টর টিভি রিপোর্ট
2023-07-26 16:15:10
স্বাস্থ্য সেবা ও সুরক্ষা আইনের খসড়া পরিমার্জন সভা স্থগিত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

স্বাস্থ্য সেবা ও সুরক্ষা আইনের পরিমার্জিত খসড়া প্রণয়নের লক্ষ্যে পূর্বঘোষিত আগামীকাল বৃহস্পতিবারের  (২৭ জুলাই) সভা অনিবার্য কারণবশত স্থগিত করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বুধবার (২৬ জুলাই) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব উম্মে হাবিবা স্বাক্ষরিত  নোটিশে এ আদেশ দেয়া হয়েছে। সভার পুনর্নিধারিত তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে বলে উল্লেখ করা হয়েছে এতে। 

নোটিশে বলা হয়েছে, স্বাস্থ্য সেবা ও সুরক্ষা আইন, ২০২৩ এর খসড়ার উপর মন্ত্রিপরিষদ বিভাগের ‘আইনের খসড়া পরীক্ষা-নিরীক্ষাপূর্বক মতামত প্রদান সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয়’ কমিটির ৩য় সভার সুপারিশের আলোকে পরিমার্জিত খসড়া প্রণয়নের লক্ষ্যে সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় মহোদয়ের সভাপতিত্বে আগামী ২৭/০৭/২০২৩ তারিখ বৃহস্পতিবার, বেলা ১২.০০ ঘটিকায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে (কক্ষ নং-৩৩২, ভবন নং-০৩, বাংলাদেশ সচিবালয়, ঢাকা) অনুষ্ঠিতব্য সভাটি অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।


আরও দেখুন: