ময়মনসিংহ মেডিকেলে হেডেক ক্লিনিকের ডিজিটাল সেবায় ব্যাপক সাড়া

ইলিয়াস হোসেন
2023-07-21 13:30:47
ময়মনসিংহ মেডিকেলে হেডেক ক্লিনিকের ডিজিটাল সেবায় ব্যাপক সাড়া

ডিজিটাল সেবা সংযোজনের মাধ্যমে চিকিৎসা সেবায় নতুনমাত্রা এসেছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজি বিভাগের হেডেক ক্লিনিকে

ডিজিটাল সেবা সংযোজনের মাধ্যমে চিকিৎসা সেবায় নতুনমাত্রা এসেছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের (মমেকহা) নিউরোলজি বিভাগের হেডেক ক্লিনিকে। সংশ্লিষ্ট চিকিৎসকদের বাড়তি প্রচেষ্টায় চলতি জুলাই মাসের ৮ তারিখ থেকে ক্লিনিকটিতে ডিজিটাল সেবা শুরু হয়েছে। সরকারি হাসপাতাল থেকে ডিজিটাল সেবা পেয়ে সন্তুষ্ট রোগীরা। 


মমেকহার নিউরোলজি বিভাগের সহকারি রেজিস্ট্রার ডা. সাজ্জাদ হোসেন ডক্টর টিভিকে জানান, হেডেক ক্লিনিককে ডিজিটাল করার চেস্টা শুরু হয়েছিলো সেই করোনা মহামারীর সময়। তখন একটা নিজস্ব সফটওয়্যার তৈরির চেষ্টা করা হয়। এ বিষয়ে অনেকগুলো সফটওয়্যার ফার্মের সাথে ঢাকায় গিয়ে যোগাযোগ করা হলেও অনেক ব্যয়বহুল হওয়ার কারণে শেষ পর্যন্ত তা সফলতার মুখ দেখেনি। অবশেষে হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতিতে বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ডা. মানবেন্দ্র ভট্টাচার্য স্যারের দিকনির্দেশনা ও সংশ্লিষ্ট চিকিৎসকদের প্রচেষ্টায়  হেডেক ক্লিনিকে ডিজিটাল সুবিধা চালু করা সম্ভব হয়েছে।   


সুবিধা : হেডেক ক্লিনিক ডিজিটাল করার ফলে, কম্পিউটারে লেখা প্রেসক্রিপশনের প্রিন্ট পাচ্ছেন রোগীরা। পাশাপাশি প্রতিটি প্রেসক্রিপশনের সফট কপি লিংক পাঠানো হচ্ছে রোগীদের মোবাইলে। ছোট্ট একটা টিকিটে রোগীদের যাবতীয় তথ্য লেখার ঝামেলা থেকে মুক্তি পেয়েছেন চিকিৎসকরা। প্রতিটি রোগীর নিজস্ব আইডি তৈরি হচ্ছে। পরবর্তীতে তাদের ফলোআপ ট্রিটমেন্ট করতে ওই আইডি কাজে লাগানো হচ্ছে। রোগীদের মোবাইল নাম্বার (Contact ID) থাকায় চিকিৎসা পরবর্তী উন্নতি বা হারানো রোগীদের খোঁজ-খবর নিতে পারছেন চিকিৎসকরা। 


সীমাবদ্ধতা : সংশ্লিষ্টরা জানান, নিউরোলজি বিভাগের হেডেক ক্লিনিকের আউটডোরে নিজস্ব কম্পিউটার, ল্যাপটপ বা প্রিন্টার নেই। দায়িত্বপালনকারী চিকিৎসকরা তাদের নিজস্ব ল্যাপটপ দিয়ে কাজ চালিয়ে নিচ্ছেন। পাশাপাশি ইনডোর থেকে প্রিন্টার এনে কাজ চালিয়ে নিচ্ছেন তারা। 


হেডেক ক্লিনিক ডিজিটাল কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার জন্য হাসপাতালের পরিচালক ও উপ-পরিচালকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মমেকহা’র নিউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মানবেন্দ্র ভট্টাচার্য। 


তিনি জানান, কর্তৃপক্ষ উদারভাবে নিউরোলজি বিভাগের দিকে সাহায্যের হাত প্রসারিত করেছেন। এ কারণে বিভাগের বিশেষায়িত ক্লিনিকগুলোর জন্য নিজস্ব কক্ষ, টেবিল, চেয়ার পাওয়া সম্ভব হয়েছে। সীমিত সামর্থ্যের মধ্যেও এতদূর আসতে পেরে আত্মবিশ্বাস অনেক বেড়ে  গিয়েছে বলে জানান তিনি। 


অধ্যাপক ডা. মানবেন্দ্র ভট্টাচার্য আরও বলেন, হেডেক ক্লিনিক ডিজিটাল করার অল্প সময়ের মধ্যেই রোগীদের অভূতপূর্ব সাড়া মিলেছে। রোগীদের প্রত্যাশাও বেড়েছে অনেক। ধীরে ধীরে বহিঃবিভাগের সব ক্লিনিকই ডিজিটাল করার আশা ব্যক্ত করেন তিনি।


আরও দেখুন: