বিএসএমএমইউয়ে ইলেক্ট্রনিক ডাটা ট্রাকিংসহ ব্রেস্ট ক্লিনিক চালু

ডক্টর টিভি রিপোর্ট
2023-07-19 19:20:46
বিএসএমএমইউয়ে ইলেক্ট্রনিক ডাটা ট্রাকিংসহ ব্রেস্ট ক্লিনিক চালু

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ইলেক্ট্রনিক ডাটা ট্রাকিংসহ ব্রেস্ট (স্তন) ক্লিনিক উদ্বোধন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ইলেক্ট্রনিক ডাটা ট্রাকিংসহ ব্রেস্ট (স্তন) ক্লিনিক চালু করা হয়েছে। বুধবার (১৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগে ক্লিনিকের উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। 

তিনি বলেন, সার্ভিক্যাল ক্যান্সারের মত দেশে ব্রেস্ট (স্তন) ক্যান্সারও বৃদ্ধি পাচ্ছে। ইলেকট্রনিক ডাটা ট্রাকিংয়ের সুবিধা সম্পন্ন এ ক্লিনিক থেকে রোগী সনাক্ত ও প্রশিক্ষণ দেয়া হবে।

অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ আরও বলেন, রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ক্লিনিক চালু করা হয়েছে। এসব ক্লিনিক থেকে নির্বিঘ্নে সেবা নিচ্ছেন রোগীরা। 


আরও দেখুন: