প্রথমবারের মত মেজর অপারেশন সম্পন্ন পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে
প্রথমবারের মত সার্জারি ও অর্থোপেডিক্স সার্জারির মেজর অপারেশন সম্পন্ন হয়েছে চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
প্রথমবারের মত সার্জারি ও অর্থোপেডিক্স সার্জারির মেজর অপারেশন সম্পন্ন হয়েছে চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। অপারেশনের পর রোগী ভাল আছেন। বুধবার (১৯ জুলাই) বেলা ৩টায় ডক্টর টিভিকে এ তথ্য নিশ্চিত করেন পটিয়া উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সব্যসাচী নাথ। উপজেলা হাসপাতালে মেজর অপারেশনকে পটিয়াবাসী ও দক্ষিণ চট্টগ্রামের মানুষের জন্য একটি নতুন মাইলফলক বলে মন্তব্য করেন তিনি।
ডা. সব্যসাচী নাথ জানান, আজকে (বুধবার) ভাটিখাইন নিবাসী কাজী ফরিদুল আলম (৬০ বৎসর) এর জটিল বারসাইটিস (বারসা প্রদাহ) রোগের জন্য অস্ত্রোপচার করা হয়। অপারেশনে ছিলেন জুনিয়র কনসালটেন্ট (সার্জারি) ডা. সুরজিত ঘোষ, জুনিয়র কনসালটেন্ট (অর্থোপেডিক্স সার্জারি) ডা. মো. সিরাজুল ইসলাম ও জুনিয়র কনসালটেন্ট (এনেস্থেসিয়া) ডা. সৌমেন বড়ুয়া। অপারেশনে সহকারী হিসেবে ছিলেন ডা. সামিয়া আয়েশা ফারজানা ও সিস্টার ইনচার্জ শামীমা আক্তার।
এসময় উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সব্যসাচী নাথ, মেডিকেল অফিসার ডা. কাজী ফারহানা নূর ও ডা. আল মামুন হামিদ উপস্থিত ছিলেন।
অপারেশন সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. সব্যসাচী নাথ। তিনি বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের সার্জারি কক্ষের লাইট ঠিকমত কাজ করে না। এ সমস্যা দূর করা গেলে পটিয়াবাসীকে নিয়মিত সার্জারি এবং অর্থোপেডিক্স সার্জারি সেবা দেয়া সম্ভব হবে বলে জানান ডা. সব্যসাচী নাথ।