দাবি আদায়ে শাহবাগ মোড়ে অবস্থান নিচ্ছেন পোস্টগ্রাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা

ডক্টর টিভি রিপোর্ট
2023-07-16 10:16:59
দাবি আদায়ে শাহবাগ মোড়ে অবস্থান নিচ্ছেন পোস্টগ্রাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা

রাজধানীর শাহবাগ মোড়

মাসিক ভাতা ২০ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকায় উন্নীত করার দাবিতে আজ শাহবাগ মোড়ে অবস্থান নেবেন আন্দোলনরত পোস্টগ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা। সকাল ৯টায় ডক্টর টিভিকে এ তথ্য জানিয়েছেন আন্দোলনকারী চিকিৎসকদের সংগঠন পোস্টগ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস এসোসিয়েশনের সভাপতি ডা. জাবির হোসেন। 

তিনি বলেন, আজ (রোববার) সকাল ১০টায় ভাতা বাড়ানোর দাবিতে সারাদেশ থেকে আসা পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা শাহবাগ মোড়ে অবস্থান নেবেন। 

এরআগে, শনিবার (১৫ জুলাই) দুপুর সাড়ে ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান ধর্মঘট ও কর্মবিরতি শেষে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের নেতারা। 

এ সময় চিকিৎসক নেতারা বলেন, ইতোপূর্বে শাহবাগে অবস্থানের ঘোষণা দিয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আশ্বাসে তা করিনি। আমাদের বারবার শুধু আশ্বাসই দেওয়া হয়েছে। কোনো বাস্তব রূপ আমরা দেখছি না। এ কারণে নতুন করে শাহবাগে অবরোধ কর্মসূচি ঘোষণা করছি।

ঘোষণা অনুযায়ী, সকাল ৯টা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বটতলায় আন্দোলনকারীরা  জড়ো হবেন। সকাল ১০টায় সবাই একসাথে শাহবাগ মোড়ে অবস্থান নেবেন। এবার দাবি আদায় করেই ঘরে ফিরতে চান আন্দোলনকারী পোস্টগ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস এসোসিয়েশনের চিকিৎসকেরা। 

 

প্রসঙ্গত: ভাতা বাড়ানোর দাবিতে শনিবার (৮ জুলাই) সকাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করে আসছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) অধিভুক্ত মেডিকেল কলেজ ও ইনস্টিটিউটের বেসরকারি রেসিডেন্ট/ননরেসিডেন্ট এবং বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান্স এন্ড সার্জনসের (বিসিপিএস) অধিভুক্ত এফসিপিএস এর পোস্টগ্রাজুয়েট ট্রেইনি ডক্টররা। প্রথম দিন তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান ধর্মঘট পালন করেন। পরদিন রোববার (৯ জুলাই) দ্বিতীয় দিন একইস্থানে অনশন কর্মসূচি পালন করেন। তৃতীয় দিন সোমবার (১০ জুলাই) দাবি জানাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান আন্দোলনরত চিকিৎসকদের প্রতিনিধিরা। পরবর্তী ২/৩ দিনের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করানোর আশ্বাসে সেদিন তারা ফিরে আসেন। কিন্তু ৪ দিনের মধ্যেও সাক্ষাৎ না পাওয়ায় শনিবার (১৫ জুলাই) থেকে ফের রাজপথের আন্দোলন কর্মসূচি শুরু করেছেন আন্দোলনরত চিকিৎসকরা। এদিন ঢামেক হাসপাতালের সামনের অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এ সময়- ‘ক্ষুধা পেটে সেবা নয়, অধিকার চাই ভিক্ষা নয়’, ‘অনুগ্রহ নয় অধিকার চাই, সামঞ্জস্যপূর্ণ বেতন কাঠামো চাই’, ‘আশ্বাস নয় প্রমাণ চাই, ৫০ হাজার ভাতা চাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন আন্দোলনরত চিকিৎসকরা।


আরও দেখুন: