ডেঙ্গু নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের গণবিজ্ঞপ্তি

ডক্টর টিভি রিপোর্ট
2023-07-13 16:35:32
ডেঙ্গু নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের গণবিজ্ঞপ্তি

ডেঙ্গু নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের গণবিজ্ঞপ্তি প্রকাশ

ডেঙ্গু সার্বিক পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক গৃহীত জরুরী সিদ্ধান্তগুলো গণবিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার (১৩ জুলাই) অধিদপ্তর থেকে এই গণবিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে।  

প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডেঙ্গুর সার্বিক পরিস্থিতি নিয়ে ১০ জুলাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে জরুরি সভা অনুষ্ঠিত হয়। এতে সভপতিত্ব করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সভায় নেয়া সিদ্ধান্তের আলোকে ৭টি পদক্ষেপ নিতে বলা হয়েছে। 

১. ক্রমবর্ধমান ডেঙ্গু রোগীর রোগ নির্ণয় সুবিধার্থে সকল সরকারী হাসপাতালে ডেঙ্গু টেস্ট ১০০ টাকার বদলে ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। 

২.  সকল সরকারী হাসপাতালে ডেঙ্গু চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া ও ডেঙ্গু কর্ণার চালু করা হয়েছে। পাশাপাশি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতালে ডেঙ্গু ডেডিকেটেড ওয়ার্ড চালু করা হয়েছে। 

৩. ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে মাইকিং, পোস্টার, লিফলেট বিতরণ, টিভিতে স্ক্রল, রেডিও বার্তা, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা বাড়ানো হয়েছে। 

৪. ঢাকা শহরে ক্রমবর্ধমান ডেঙ্গু রোগীর সেবা নিশ্চিত করতে মহাখালীর ৮০০ শয্যা বিশিষ্ট ডিএনসিসি হাসপাতালকে ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয়েছে। 

৫. সকল হাসপাতালে চিকিৎসকদের ডেঙ্গু বিষয়ক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। ডেঙ্গু জ্বরজনিত মৃত্যু হ্রাসে আপডেটেড ডেঙ্গু চিকিৎসা গাইডলাইন সরবরাহ করা হয়েছে। 

৬. স্বাস্থ্য অধিদপ্তর থেকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে কন্ট্রোল রুম খোলা হয়েছে। 

৭. জরুরি প্রয়োজনে স্বাস্থ্যসেবা পেতে ১৬২৬৩ হট লাইন সেবা চালু রয়েছে।  


আরও দেখুন: