বিশ্বখ্যাত চিকিৎসকদের এনে ডাক্তারদের প্রশিক্ষণ দেয়া হবে: প্রধানমন্ত্রী

ডক্টর টিভি রিপোর্ট
2023-07-10 13:57:30
বিশ্বখ্যাত চিকিৎসকদের এনে ডাক্তারদের প্রশিক্ষণ দেয়া হবে: প্রধানমন্ত্রী

ঢাকা মেডিকেল কলেজের ৭৮তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দেশের স্বাস্থ্যসেবার উন্নয়নে বিশ্বের নামকরা চিকিৎসকদের নিয়ে এসে বাংলাদেশের ডাক্তারদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

ঢাকা মেডিকেল কলেজের ৭৮তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে একথা বলেন তিনি। এ সময় কলেজের বর্তমান ও প্রাক্তন সকল শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীকে আন্তরিক শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ঢাকা মেডিকেল কলেজ বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষকে সেবা দেওয়ার ক্ষেত্রে প্রথম মেডিকেল কলেজ। এখানকার চিকিৎসকরা খুব আন্তরিকতার সঙ্গে চিকিৎসা দিয়ে থাকেন। 

শেখ হাসিনা বলেন, আমাদের দেশে চিকিৎসাখাতে গবেষণা কম হয়। এ খাতে গবেষণা আরও বাড়াতে হবে। এ কাজে সরকারের তরফ থেকে আর্থিকসহ সব ধরনের সহায়তা দেয়ার আশ্বাস দেন তিনি।  

 প্রধানমন্ত্রী বলেন, আগে বাংলাদেশে কোন মেডিকেল বিশ্ববিদ্যালয় ছিল না। ৯৬ সালে প্রথমবার ক্ষমতায় এসেই মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন করি। চিকিৎসা ব্যবস্থা আরও উন্নতমানের করতে বিশেষায়িত অনেকগুলো ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে। 

ডেঙ্গু প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, সরকার তো ঘরে ঘরে গিয়ে মশা মারতে পারবে না। সে জন্য সবাইকে স্বাস্থ্য সচেতন হতে হবে। মশা যেন জন্মাতে না পারে, সে জন্য সবাইকে ঘরবাড়ি পরিচ্ছন্ন রাখতে বলেন তিনি। 


আরও দেখুন: