সীতাকুণ্ডের ডাক্তার-নার্সদের বাহবা দিলেন স্বাস্থ্যের দুই কর্মকর্তা
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে চট্টগ্রামের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মোহাম্মদ মহিউদ্দিন এবং সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার-নার্সসহ সকল স্বাস্থ্যকর্মীদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন চট্টগ্রামের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মোহাম্মদ মহিউদ্দিন এবং সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী।
গত ২৪ ঘন্টায় ১৯টি বাচ্চা নরমাল ডেলিভারিতে প্রসব হওয়ার ঘটনা শুনে শনিবার (৮ জুলাই) সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসেন স্বাস্থ্যের এই দুই কর্মকর্তা।
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নুর উদ্দিনের মাধ্যমে হাসপাতালের সকল কর্মকর্তা কর্মচারীদেরকে ফুলেল শুভেচ্ছা এবং অভিনন্দন জানান তারা।
এদিকে, অল্প সময়ের মধ্যে এতগুলো নরমাল ডেলিভারি সুষ্ঠুভাবে সম্পন্ন করায় সংশ্লিষ্ট ডাক্তার, নার্স, মিডওয়াইফ সহ সব কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন ডা. মো. নুর উদ্দিন।
তিনি জানান, সীমিত সুবিধা নিয়েও রোগীদের সুস্বাস্থ্য নিশ্চিতে কাজ করে যাচ্ছেন সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক-নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা।