পদোন্নতি পেয়ে অধ্যাপক হলেন ৯ বিশেষজ্ঞ চিকিৎসক
পদোন্নতি পেয়ে অধ্যাপক হলেন ৯ বিশেষজ্ঞ চিকিৎসক
দেশের বিভিন্ন মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালে কর্মরত ৯ জন বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন।
৫ জুলাই বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এস.এস.বি) সুপারিশের প্রেক্ষিতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/স্বাস্থ্য সার্ভিসে কর্মরত নিম্নবর্ণিত কর্মকর্তগণকে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর গ্রেড-৩ টাকা ৫৬,৫০০-৭৪,৪০০ বেতনক্রমে নামের পার্শ্বে বর্ণিত বিষয়ে অধ্যাপক পদে পদোন্নতি প্রদানপূর্বক শূন্যপদে পদায়নের জন্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে ন্যাস্ত করা হল:
পদোন্নতি পাওয়া ৯ বিশেষজ্ঞ চিকিৎসক হলেন-
১. ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. কাজী গিয়াস উদ্দিন আহমেদ।
২. স্বাস্থ্য অধিদপ্তরের ওএসডি কর্মকর্তা ও সংযুক্ত: ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স এন্ড হাসপাতালের নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোরশেদ বাকী।
৩. স্বাস্থ্য অধিদপ্তরের ওএসডি কর্মকর্তা ও সংযুক্ত: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. পিযুষ কুমার কুন্ডু।
৪. চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. প্রদীপ কুমার কায়স্থগীর।
৫. চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শিউলী মজুমদার।
৬. স্বাস্থ্য অধিদপ্তরের ওএসডি কর্মকর্তা ও সংযুক্ত: ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স এন্ড হাসপাতালের নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ডা. খায়রুল কবির পাটোয়ারী।
৭. ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মানবেন্দ্র ভট্টাচার্য।
৮. স্বাস্থ্য অধিদপ্তরের ওএসডি কর্মকর্তা ও সংযুক্ত: ঢাকা মেডিকেল কলেজের নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আহমেদ হোসেন চৌধুরী।
৯. স্বাস্থ্য অধিদপ্তরের ওএসডি কর্মকর্তা ও সংযুক্ত: চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. পঞ্চানন দাশ।
জনস্বার্থে এ আদেশ জারি করা হলো বলে উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।