সুগন্ধায় বিস্ফোরণে দগ্ধ দুজন বার্ন ইনস্টিটিউটে ভর্তি
শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট
ঝালকাঠির সুগন্ধা নদীতে তেলবাহী সাগর নন্দিনী-২ জাহাজে বিস্ফোরণে দগ্ধদের মধ্যে ১ পুলিশ সদস্যসহ ২ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। তারা হলেন- পুলিশ সদস্য শওকত জামিল (২৩) ও শরিফ (৩৫)। তাদেরকে জরুরী বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। সূত্র: কালের কণ্ঠ।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দগ্ধ পুলিশ সদস্য শওকত জামিলের শরীরের ৬% শতাংশ দগ্ধ হয়েছে, সঙ্গে ইনহেলেশন বার্ন রয়েছে। শরিফের শরীরের ৭% শতাংশ দগ্ধ হয়েছে।
উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় ঝালকাঠির সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজ সাগর নন্দিনী-২ এ ফের বিস্ফোরণ ঘটে। এতে জাহাজটিতে আগুন লেগে যায়। এ ঘটনায় ৮ পুলিশ সদস্যসহ ১৫ জন দগ্ধ হন। তাদের মধ্যে ৩ জনকে বরিশাল হাসপাতালে পাঠানো হয়।