আটক চিকিৎসকদের অবিলম্বে মুক্তি দাবি বিএমএ সভাপতির

ইলিয়াস হোসেন
2023-07-03 10:32:42
আটক চিকিৎসকদের অবিলম্বে মুক্তি দাবি বিএমএ সভাপতির

সেন্ট্রাল হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক আটকের ঘটনায় উদ্বেগ জানিয়েছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন

সেন্ট্রাল হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক আটকের ঘটনায় উদ্বেগ জানিয়েছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। অবিলম্বে তাদের মুক্তি দাবি করেছেন তিনি। রোববার (২ জুলাই) সন্ধ্যায় ডক্টর টিভিকে দেয়া প্রতিক্রিয়াতে এ দাবি জানান বিএমএ সভাপতি।

তিনি বলেন, অনাকাঙ্খিত মৃত্যুর পর প্রমাণ ছাড়াই অভিযোগের ভিত্তিতে সেখানকার ২ জন চিকিৎসককে জেলে নেয়া হয়েছে। এ ঘটনার জেরে সারাদেশের ডাক্তাররা অস্বস্তি নিয়ে কাজ করছেন। আজ দেশের অনেক তৃণমূল হাসপাতালের চিকিৎসক ক্রিটিক্যাল রোগীদের সেবা দিতে ভয় পাচ্ছেন। ভয়ের কারণে তাদেরকে অন্যত্র রেফার্ড করা হচ্ছে। কারণ রোগী মারা গেলেই ভুল চিকিৎসার অভিযোগ, হামলা-ভাংচুর, মামলা। পরিণতিতে জেল। কোন চিকিৎসকই ঝুঁকি নিতে চাইবেন না। চিকিৎসককে ভয়ের মধ্যে রেখে স্বাভাবিক সেবা পাওয়া সম্ভব নয় বলে মনে করেন ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।

তিনি আরও বলেন, হাসপাতালের গাইনী বিভাগে একজন রোগীর অনাকাঙ্খিত দুর্ঘটনা ঘটেছে। এ ধরনের ঘটনা পৃথিবীর সবখানেই দু’একটা ঘটে থাকে। কিন্তু অপমৃত্যুর ঘটনার পর থেকেই সেন্ট্রাল হাসপাতালের অপারেশন বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একটা বিভাগের ভুলে কেন হাসপাতালের সব বিভাগের রোগীরা সেবা থেকে বঞ্চিত হবেন? নিষেধাজ্ঞার কারণে  সেখানে বাংলাদেশের শীর্ষস্থানীয় সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মতিউর রহমানের কার্যক্রম বন্ধ রয়েছে। এতে অনেক রোগীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এসব রোগীর অনেকেই হয়তো বা  বিদেশ চলে যাবেন। তাহলে, সেন্ট্রালের ঘটনার পরবর্তী পদক্ষেপে লাভ কার হচ্ছে? 

বিএমএ সভাপতি বলেন, ঘটনার আদ্যোপান্ত দেখে মনে হচ্ছে- সেন্ট্রাল হসপিটাল কোন বিশেষ পক্ষের আক্রমনের টার্গেট হলো কি-না। এর আগেও ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালটি আক্রমণের শিকার হয়। সে সময়ও বিভিন্ন সংবাদ মাধ্যমে হাসপাতালটির বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছিল।   

ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি হাসপাতালটি উদ্বোধন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এ কারণে হাসপাতালটির প্রতি তাঁর বিশেষ দুর্বলতা কাজ করে বলে জানান বিএমএ সভাপতি। 


আরও দেখুন: