জটিলতায় শতভাগ সেবার মান নিশ্চিত করা যায়নি : স্বাস্থ্যমন্ত্রী

ডক্টর টিভি রিপোর্ট
2023-06-26 17:14:06
জটিলতায় শতভাগ সেবার মান নিশ্চিত করা যায়নি : স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় সংসদ অধিবেশন (ইনসেটে স্বাস্থ্যমন্ত্রী)

নানা জটিলতার কারণে দেশে স্বাস্থ্য সেবার মান শতভাগ নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সোমবার জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থ বছরের বাজেটে স্বাস্থ্য মন্ত্রণালয় খাতে ছাঁটাই প্রস্তাবের ওপর আলোচনায় তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যে দক্ষ জনবল এবং টেকনিশিয়ানের অভাব রয়েছে বলে জানান জাহিদ মালেক। তবে প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে ইতোমধ্যে জনবল বাড়ানো এবং টেকনিশিয়ান নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে।

মন্ত্রী বলেন, স্বাস্থ্যখাতে যথেষ্ট মনিটরিংয়ের অভাব রয়েছে। বর্তমান সরকারের আমলে বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির কারণে ৬টি মেডিকেল কলেজ ও ১ হাজার ৮০০ ক্লিনিক বন্ধ করে দেওয়া হয়েছে। 

জাহিদ মালেক জানান, বেসরকারি হাসপাতালে সেবার মান বাড়াতে ইতোমধ্যে মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিজ নিজ এলাকার হাসপাতালগুলোর পরিচালনা পর্ষদ ও কমিটিতে স্থানীয় সংসদ সদস্যদের রাখার বিধান রয়েছে। এক্ষেত্রে তাদেরও মনিটরিং করার সুযোগ রয়েছে। এ ব্যাপারে তারা আরো সজাগ হবেন বলে আশা ব্যক্ত করেন স্বাস্থ্যমন্ত্রী। 


আরও দেখুন: