দেড় যুগে যশোরে এইচআইভিতে ১৩ জনের মৃত্যু

ডক্টর টিভি রিপোর্ট
2023-06-25 16:46:42
দেড় যুগে যশোরে এইচআইভিতে ১৩ জনের মৃত্যু

মৃতদের মধ্যে আটজন পুরুষ ও পাঁচজন নারী।

যশোরে মরণব্যাধি ভাইরাস এইচআইভি আক্রান্ত হয়ে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন আরও অন্তত ১৪৬ জন।

সোমবার (২৫ জুন) সকালে এইচআইভি প্রতিরোধে করণীয় শীর্ষক পেশাজীবীদের মতবিনিময় সভায় এ তথ্য জানান এফপিএবি জেলা কর্মকর্তা আবিদুর রহমান।

জেলা এইডস কমিটির তথ্যমতে, যশোরে ২০০৬ সাল থেকে ২০২২ পর্যন্ত ১৪৬ জন নারী-পুরুষের শরীরে এইচআইভি শনাক্ত হয়েছে। এরমধ্যে ২০১৫ সালে সর্বোচ্চ ৩৩ জন আক্রান্ত। এ সময়ে আক্রান্তদের মধ্যে ১৩ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে আটজন পুরুষ ও পাঁচজন নারী।

সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস জানান, যশোরের এইডস রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। কয়েকদিন আগে যশোর এমএম কলেজে তিনজনের শরীরে এইচআইভি ধরা পড়েছে। তারা তিনজন একই সঙ্গে থাকতেন।

ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিকের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. রেহেনেওয়াজ, ছিন্নমূল মানব কল্যাণ সোসাইটি (সিএমকেএস) কনসোর্টিয়াম সাব-ডিআইসি ইনচার্জ মিলন মণ্ডল,  এইচআইভি কাউন্সিলার কাম অ্যাডমিনিস্ট্রেশন সুদেব কুমার বিশ্বাস প্রমুখ।


আরও দেখুন: