ডা. সংযুক্তার বিরুদ্ধে আঁখির স্বামীর অভিযোগ দায়ের
বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) কার্যালয়
রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে প্রতারণামূলক চিকিৎসায় মা ও নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সংযুক্তা সাহার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেন প্রয়াত মাহবুবা রহমান আঁখির স্বামী মুহাম্মদ ইয়াকুব আলী।
রোববার (২৫ জুন) সকালে রাজধানীর বিজয়নগরে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) কার্যালয়ে অভিযোগ দায়ের করেন আঁখির স্বামী।
লিখিত অভিযোগে ইয়াকুব আলী বলেন, আঁখি সন্তান গর্ভধারণের পর অধ্যাপক ডা. সংযুক্তা সাহার ব্যথামুক্ত নরমাল ডেলিভারি বিষয়ক ফেসবুক ভিডিও দেখে তাঁর কাছে চিকিৎসা সেবা ও ডেলিভারি করবেন বলে সিদ্ধান্ত নেন। এরই ধারাবাহিকতায় কয়েক ধাপে চিকিৎসা সেবা গ্রহণ করেন। গত ৯ জুন ২০২৩ তারিখ আমার স্ত্রী মাহবুবা রহমানের প্রসব ব্যথা হলে, আমি প্রথমে অধ্যাপক ডা. সংযুক্তা সাহার সহকারী জমিরকে ফোন করে জানাই। এসময় ডা. সংযুক্তা সাহা চেম্বারে আছেন বলে জমির ও ডা. সংযুক্তা সাহার সহকারী একজন চিকিৎসক আমাকে নিশ্চিত করেন এবং মাহবুবা রহমানের অ্যাপোয়েন্টমেন্ট নেন।