রামেবিতে দুর্নীতি বিরোধী সেমিনার অনুষ্ঠিত

ডক্টর টিভি রিপোর্ট
2023-06-24 21:03:47
রামেবিতে দুর্নীতি বিরোধী সেমিনার অনুষ্ঠিত

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (রামেবি) কর্মকতা-কর্মচারীর অংশগ্রহনে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (রামেবি) কর্মকতা-কর্মচারীর অংশগ্রহনে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৪ জুন) সকাল ১১টায় রাজশাহী মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। 

সেমিনারে সভাপতিত্ব করেন রামেবির কোষাধ্যক্ষ ও সভাপতি (এপিএ কমিটি) প্রফেসর ডা. রুস্তম আলী আহমেদ। মুখ্য আলোচক ছিলেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান সরকারের যুগ্মসচিব ডা. মো: জিয়াউল হক।

350528431_737222828409982_69794838512037971_n

আরডিএর চেয়ারম্যান ও সরকারের যুগ্মসচিব ডা. মো: জিয়াউল হক বলেন,  আমাদের শুভবুদ্ধি, মূল্যবোধ ও দেশপ্রেম দিয়ে দুর্নীতি প্রতিরোধ করতে পারি। এভাবে দুর্নীতি কমানো সম্ভব। দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধিতে নিজ নিজ জায়গা থেকে কাজ করার আহ্বান জানান তিনি। 

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ডা. রুস্তম আলী আহমেদ বলেন, দুর্নীতি উন্নয়নের প্রধান অন্তরায়। জনগণের মধ্যে দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধিতে তৃণমূল পর্যায় থেকে সকলকে আরো বেশি কাজ করার পরামর্শ দেন তিনি। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. মো: আনোয়ার হাবিব, কলেজ পরিদর্শক অধ্যাপক ডা. মোহাম্মদ মোসাদ্দেক হোসেন, পরিচালক (অর্থ ও হিসাব) ডা. মো: জাকির হোসেন খোন্দকার, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ডা. মো: সারওয়ার জাহান, উপ-কলেজ পরিদর্শক ডা. মোহাম্মদ মেহেরওয়ার হোসেন, উপ-পরিচালক (অর্থ ও হিসাব) মো. আখতার হোসেন, সহকারী রেজিস্ট্রার মো: রাসেদুল ইসলাম, সকারী কলেজ পরিদর্শক (চ.দা) মো: নাজমুল হোসাইন, সেকশন অফিসার তানভির আহমেদ, সেকশন অফিসার মো: শাকিল আহমেদ, সেকশন অফিসার শারমিন আক্তার নূরসহ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


আরও দেখুন: