ইউজিসির সঙ্গে সিএমইউর বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সিএমইউ) মধ্যে ২০২৩- ২০২৪ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) সম্পাদিত
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সিএমইউ) মধ্যে ২০২৩- ২০২৪ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) সম্পাদিত হয়েছে। শনিবার (২৪ জুন) ইউজিসির সচিব ড. ফেরদৌস জামান এবং চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপ-রেজিস্ট্রার ডা. হাসিনা নাসরীন চুক্তিতে স্বাক্ষর করেন।
ইউজিসির চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সিএমইউর পক্ষে আরো উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. ইসমাইল খান ও এপিএ ফোকাল পয়েন্ট সহকারী রেজিস্ট্রার মো. আলাউদ্দিন স্বপন।
একই অনুষ্ঠানে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও ইউজিসির এপিএ সম্পাদিত হয়। অনুষ্ঠানে ইউজিসির অন্যান্য সদস্য, সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, রেজিস্ট্রার ও এপিএ ফোকাল পয়েন্টবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা এপিএ চুক্তি অনুযায়ী বিশ্ববিদ্যালয়গুলোর কার্যক্রম যথাসময়ে ও সঠিকভাবে স্বচ্ছতার সাথে পালন করার উপর গুরুত্ব প্রদান করেন।