তরুণ চিকিৎসক ডা. আরিফুর রহমান আর নেই
ডেঙ্গি হেমোরেজিক ফিভারে তার মৃত্যু হয়েছে।
৩৯ তম বিসিএসের স্বাস্থ্য কর্মকর্তা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত তরুণ চিকিৎসক ডা. এম আরিফুর রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই শিশুকন্যার জনক।
ডেঙ্গি হেমোরেজিক ফিভারে আক্রান্ত হয়ে আজ (২২ জুন) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মনোরোগ বিভাগের সহকারী ডা. রশিদুল হক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, আরিফুর রহমান ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢামেক হাসপাতলের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর সাড়ে ৫টায় মারা যান। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেনা জানাই।
ডা. আরিফুর রহমান কুমিল্লা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। তিনি ঢাকা মেডিকেল কলেজে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনে এমডি ফেইজ- এ তে অধ্যয়নরত ছিলেন। আরিফুর রহমান ৩৯ তম বিসিএস এ স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত কর্মকর্তা।
কর্মজীবনে ডা. আরিফুর রহমান ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। সবশেষ তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন।