সেন্ট্রাল হাসপাতালের ঘটনায় বগুড়া ওজিএসবির বিবৃতি
অধ্যাপক ডা. গুলশান আরা
সেন্ট্রাল হাসপাতালে প্রসূতি মাহবুবা রহমান আঁখি ও তার নবজাতকের মৃত্যুর ঘটনায় আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞদের সংগঠন অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি)-এর বগুড়া শাখা।
বুধবার (২১ জুন) সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. গুলশান আরা ও সাধারণ সম্পাদক ডা. আখতারী হোসেন চৌধুরী স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, অতি সম্প্রতি ঢাকায় অবস্থিত সেন্ট্রাল হাসপাতালে ঘটে যাওয়া অনভিপ্রেত ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। উক্ত ঘটনায় অনাকাঙ্খিতভাবে মৃত্যুবরণকারী প্রতি মাহবুবা রহমান আঁখি ও তার নবজাতকের আত্মার মাগফেরাত কামনা করি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
উক্ত ঘটনার সুষ্ঠু তদন্ত কামনা করছি এবং সেইসাথে ঘটনার প্রেক্ষিতে তদন্তের পূর্বেই গ্রেফতারকৃত দুইজন জুনিয়র চিকিসক ডা. শাহজাদী এবং ডা.মুনার আকস্মিক গ্রেফতারের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
অবিলম্বে উক্ত চিকিৎসকদের মুক্তি দাবি করছি।