ভাতা বাড়াতে স্বাস্থ্যমন্ত্রীর সহযোগিতা না পেলে প্রধানমন্ত্রীর কাছে যাব: ভিসি

ডক্টর টিভি রিপোর্ট :
2023-06-21 17:50:55
ভাতা বাড়াতে স্বাস্থ্যমন্ত্রীর সহযোগিতা না পেলে প্রধানমন্ত্রীর কাছে যাব: ভিসি

রেসিডেন্ট ও নন-রেসিডেন্ট চিকিৎসকদের ভাতা বাড়ানোর দাবি পূরণে স্বাস্থ্যমন্ত্রী সহযোগিতা না করলে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ

রেসিডেন্ট ও নন-রেসিডেন্ট চিকিৎসকদের ভাতা বাড়ানোর দাবি পূরণে স্বাস্থ্যমন্ত্রী সহযোগিতা না করলে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ। 

ভিসি আজ বুধবার (২১ জুন) বিশ্ববিদ্যালয়ের নন-রেসিডেন্ট চিকিৎসকদের মাঝে বকেয়া ভাতা প্রদানকালে এ কথা বলেন। 

তিনি বলেন, রেসিডেন্টরা নিয়মিত ভাতা পাচ্ছেন। এখন তারা ভাতা বাড়ানোর দাবি করেছেন। এটা আমার হাতে নেই। ভাতা বাড়ানোর দাবি আদায়ে শিক্ষার্থীদের হয়ে স্বাস্থ্যমন্ত্রীর কাছে যাবো।ইতোমধ্যে বিষয়টি নিয়ে স্বাস্থ্য সচিবের কাছে গিয়েছি। সে সময় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. টিটো মিয়া সেখানে উপস্থিত ছিলেন বলে জানান বিএসএমএমইউ ভিসি। 

তিনি আরও বলেন, বিএমএ নেতাদের উপস্থিতিতে স্বাস্থ্যমন্ত্রী যদি বলে থাকেন ভাতা দেয়া হয় না, তাহলে ওই সময় তাদের প্রতিবাদ করা উচিত ছিল। মন্ত্রীকে জানতেই হবে। কেন তার নলেজে থাকবে না।

আন্দোলনের আগেই ভাতা বাড়ানোর বিষয়টা মন্ত্রণালয়কে জানানো হয়েছে। এমনকি ভাতা  কত টাকা করে বাড়লে, বাড়তি কত টাকা খরচ হবে- সে হিসাবও দেয়া হয়। স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ডিজির উপস্থিতিতে মন্ত্রী সেটা স্বাস্থ্য সচিবকে দিয়েছেন। 

শিক্ষার্থীদেরকে আন্দোলনের ফাঁদে পা না দেয়ার পরামর্শ দিয়ে বিএসএমএমইউয়ের ভিসি বলেন, আগেও একবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে ভাতা বাড়িয়েছিলাম। এবারও যদি ভাতা বাড়ানোর দরকার হয়, মাননীয় মন্ত্রী যদি হেল্প না-ও করেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে তোমাদের দেখা করাবো।     


আরও দেখুন: