২ বছরের মধ্যে দেশে ভ্যাকসিন উৎপাদনের আশা স্বাস্থ্যমন্ত্রীর

ডক্টর টিভি রিপোর্ট :
2023-06-21 17:13:42
২ বছরের মধ্যে দেশে ভ্যাকসিন উৎপাদনের আশা স্বাস্থ্যমন্ত্রীর

দেশে প্রথম ভ্যাকসিন প্লান্ট স্থাপনের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি ডায়াডিক ইন্টারন্যাশনাল ও এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড ইডিসিএলের সঙ্গে সমঝোতা

আগামী ২ বছরের মধ্যে দেশে ভ্যাকসিন উৎপাদনের আশা ব্যক্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। 

দেশে প্রথম ভ্যাকসিন প্লান্ট স্থাপনের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি ডায়াডিক ইন্টারন্যাশনাল ও এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড ইডিসিএলের সঙ্গে সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে মন্ত্রী এ আশার কথা জানান। 

আজ বুধবার (২১ জুন) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সমঝোতা সই হয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এটি হবে অত্যাধুনিক ভ্যাকসিন প্লান্ট। শুধু করোনা ভ্যাকসিন নয়, বাংলাদেশের প্রয়োজনে অন্যান্য ভ্যাকসিনও এখানে তৈরি করা যাবে।

মন্ত্রী আরও বলেন, এসেনসিয়াল ড্রাগস কোম্পানির পাশে জায়গা দেওয়া হয়েছে। সেখানে প্রায় ৭-৮ একর জমিতে এই প্লান্ট হবে। এখানে যে ভ্যাকসিন উৎপাদন হবে, তা অন্তর্জাতিকমানের হবে। আশা করি আমরা বিদেশে এই ভ্যাকসিন রপ্তানি করতে পারব।

এসেনসিয়াল ড্রাগসের পক্ষে সমঝোতায় সই করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও অধ্যাপক ডা.এহসানুল কবির। ডায়াডিক ইন্টারন্যাশনালের পক্ষে ছিলেন প্রতিষ্ঠানটির সিইও মার্ক এমালফার্ব। 

চুক্তি অনুযায়ী, ভ্যাকসিন উৎপাদন সংরক্ষণ এবং মান নিয়ন্ত্রণে  এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডকে প্রয়োজনীয় কারিগরি সহায়তা দেবে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি ডায়াডিক ইন্টারন্যাশনাল।  


আরও দেখুন: