বকেয়া ভাতা পেলেন ১৩৪৯ নন-রেসিডেন্ট চিকিৎসক
নয় মাসের বকেয়া বাবদ ১ লাখ ৮০ হাজার টাকার চেক তুলে দেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) অধ্যয়নরত নন-রেসিডেন্ট চিকিৎসকরা তাদের বকেয়া ভাতা পেয়েছেন। বুধবার (২১ জুন) সকালে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে ভাতার চেক তুলে দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে নন-রেসিডেন্ট চিকিৎসকদের হাতে নয় মাসের বকেয়া বাবদ ১ লাখ ৮০ হাজার টাকার প্রতীকী চেক তুলে দেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
এ সময় প্রোভিসি (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, প্রোভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডা. স্বপন কুমার তপাদার, পরিচালক (অর্থ ও হিসাব) গৌর কুমার মিত্রসহ অনেকে উপস্থিত ছিলেন।