ভাতা বৃদ্ধির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর

ডক্টর টিভি রিপোর্ট
2023-06-19 18:05:16
ভাতা বৃদ্ধির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর

স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসকদের দাবি আমাদের নজরে এসেছে, সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

বেসরকারি পোস্টগ্রাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকদের বেতন ভাতা ৫০ হাজার করাসহ তিন দফা দাবির বিষয়ে সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (১৯ জুন) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি ডা. মো. জামাল উদ্দিন ও মহাসচিব অধ্যাপক ডা. মো. কামরুল হাসান মিলন প্রমুখ।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে বা বিদেশে নিজের টাকায় শিক্ষা গ্রহণ করতে হয়। আমাদের সরকার বড় প্রশিক্ষণার্থীদের ২০ হাজার করে দিচ্ছে। তারপরও চিকিৎসকদের যে দাবি, সেটি আমাদের নজরে এসেছে। সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। তবে কোনভাবেই যেনো শিক্ষার পরিবেশ বিঘ্নিত না হয়, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।

এসময় সেন্ট্রাল হাসপাতালে নবজাতক ও মায়ের মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করে জাহিদ মালেক বলেন, আমাদের দেশে অর্ধেকেরও বেশি চিকিৎসাসেবা দেয় বেসরকারি হাসপাতালগুলো। তাদেরকেও আমরা নজরদারির মধ্যে রাখি। জানার সাথে সাথেই সেন্ট্রাল হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে লোক পাঠিয়ে খোঁজ খবর নিয়েছি। অপারেশন করতে গেলে অবশ্যই হাসপাতালে আইসিইউ থাকতে হবে, কিন্তু সেন্ট্রাল হাসপাতালে আইসিইউ ছিল না। খুব অল্প সময়ের মধ্যে তদন্ত শেষ করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরও দেখুন: