ছেলের মারধরে হাসপাতালে বৃদ্ধ বাবা
হাসপাতালে চিকিৎসাধীন উসমান ব্যাপারী ।
গাজীপুরে ছোট ছেলেকে বাঁচাতে গিয়ে মেজ ছেলের মারধরে আহত হয়েছেন উসমান ব্যাপারী নামে এক বৃদ্ধ। বর্তমানে তিনি শেখ ফজিলাতুন নেছা মুজিব কেপিজে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন।
রোববার (১৮ জুন) সকালে কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ গ্রামে ঘটে এ ঘটনা। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
প্রতিবেশী ও পুলিশ সূত্র জানায়, উসমান ব্যাপারীর তিন ছেলে। তাদের মধ্যে ছোট ছেলে শরীফুল ইসলাম নেশাসক্ত। এ নিয়ে রোববার বড় দুই ভাই মাহবুব হোসেন ও সফিকুল ইসলামের সঙ্গে তাঁর ঝগড়া হয়। এক পর্যায়ে শরীফুলকে মারধর শুরু করে সফিকুল। এ সময় বড় ভাই মাহবুব ও বাবা উসমান ব্যাপারী তাকে ফেরাতে যান। তবে শফিকুল উল্টো তাঁদের ওপর হামলা করে। লাঠির আঘাতে উসমান ব্যাপারীর মাথা ও চোখেও আঘাত লাগে।
এ ঘটনায় সফিকুলই দুই ভাইয়ের বিরুদ্ধে কাশিমপুর থানায় অভিযোগ দেন। তাঁর দাবি, ‘নেশাগ্রস্ত ছোট ভাই শরীফুল ইসলামকে শাসন করছিলাম। এ সময় বাবা ও বড় ভাই বাধা দেন। তখন বাবার শরীরে আঘাত লাগে, আমি বাবাকে কখনও মারতে চাইনি।