প্রাতিষ্ঠানিক প্রসব নিশ্চিতে কাজ করছে মোংলা স্বাস্থ্য বিভাগ

ইলিয়াস হোসেন :
2023-06-19 12:06:58
প্রাতিষ্ঠানিক প্রসব নিশ্চিতে কাজ করছে মোংলা স্বাস্থ্য বিভাগ

প্রাতিষ্ঠানিক প্রসব বেড়েছেন বাগেরহাটের মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

শতভাগ গর্ভবতী মায়ের প্রাতিষ্ঠানিক প্রসব নিশ্চিত করতে কাজ করছে বাগেরহাটের মোংলা উপজেলা স্বাস্থ্য বিভাগ। ডক্টর টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এ কথা বলেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহীন হোসেন জুয়েল।

তিনি জানান, উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে গর্ভবর্তী মায়েদের নিয়ে সমাবেশের আয়োজন করছে। পাশাপাশি চিকিৎসা কর্মকর্তা, মিডওয়াইফ, সিএইচসিপি, এসআই, এমটি (ইপিআই), এইচআই ও স্বাস্থ্য সহকারীর দ্বারা গর্ভবতী মায়েদের প্রয়োজনীয় পুষ্টি পরামর্শ, ডায়াবেটিক পরীক্ষা, চিকিৎসা সেবা, পুষ্টিকর নাস্তা এবং ওষুধ বিতরণ করা হচ্ছে। তাদেরকে সন্তান প্রসবের জন্য উপজেলা হাসপাতালে আসার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে।  

মা সমাবেশের মাধ্যমে মোংলায় গর্ভকালীন সেবা এবং প্রাতিষ্ঠানিক ডেলিভারি অনেকাংশে বৃদ্ধি পাবে বলে আশা করছেন ডা. শাহীন হোসেন জুয়েল।

৫০ শয্যার হাসপাতালটিতে ২৮ জন চিকিৎসকের পদ সৃষ্টি করা আছে। কিন্ত বর্তমানে হাসপাতালে কর্মরত আছেন মাত্র ৭ জন। 

দীর্ঘ একযুগ পর গত  ১ জুন থেকে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শুরু হয়েছে সিজার ও সাধারণ অপারেশন কার্যক্রম। উপজেলা হাসপাতালের এনসিডি কর্নার থেকে নিয়মিত প্রায় ১০০ জন রোগী সেবা নিয়ে থাকেন। 


আরও দেখুন: