মানসিক স্বাস্থ্যসেবায় বিশেষ কর্নার ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্সে

ডক্টর টিভি রিপোর্ট :
2023-06-18 13:32:26
মানসিক স্বাস্থ্যসেবায় বিশেষ কর্নার ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্সে

মানসিক স্বাস্থ্যের যত্নে বিশেষ কর্নার ‘মনের জানালা’ চালু হয়েছে চাঁপাইনবাবগঞ্জের  সীমান্তবর্তী উপজেলা ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

মানসিক স্বাস্থ্যের যত্নে বিশেষ কর্নার ‘মনের জানালা’ চালু হয়েছে চাঁপাইনবাবগঞ্জের  সীমান্তবর্তী উপজেলা ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। রোববার দুপুরে ডক্টর টিভিকে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মাহবুব হাসান। 

তিনি জানান, সম্প্রতি (১২ জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্নারটি উদ্বোধন করেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। এ সময় প্রাক্তন ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. মারুফ আহমেদ খান ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. ইশাকুল কবীর উপস্থিত ছিলেন। 

ডা. মোঃ মাহবুব হাসান আরও জানান, মনের জানালা থেকে মানসিক সমস্যার প্রাথমিক সেবা ও পরামর্শ দেয়া হচ্ছে। প্রশিক্ষণপ্রাপ্ত মেডিকেল অফিসার রোগীদের সমস্যা শুনে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দিচ্ছেন। জরুরি রোগীদেরকে জেলা সদর হাসপাতাল বা মেডিকেল কলেজে রেফার্ড করছেন। এছাড়াও মনের জানালা কর্নারে আসা রোগীরা টেলিমেডিসিন সুবিধা পাচ্ছেন। জেলা সদরের মানসিক রোগ বিশেষজ্ঞের সাথে ভিডিও কলে সরাসরি যুক্ত হয়ে চিকিৎসা পরামর্শ নিতে পারছেন তারা। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগীতায় মানসিক স্বাস্থ্যসেবা কার্যক্রমের আওতায় চাঁপাইনবাবগঞ্জে সরকারী ও বেসরকারী পর্যায়ে এই মানসিক স্বাস্থ্য সেবা দেয়া হচ্ছে। এ লক্ষ্যে উপজেলা ও জেলা পর্যায়ের সরকারী চিকিৎসক এবং প্রাইভেট প্র্যাক্টিশনার (জিপি)দেরকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত mhGAP প্রশিক্ষণ দেয়া হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মাহবুব হাসান।


আরও দেখুন: