চিকিৎসক গ্রেপ্তারের ঘটনায় বিএমএ'র উদ্বেগ

ডক্টর টিভি রিপোর্ট :
2023-06-18 11:00:40
চিকিৎসক গ্রেপ্তারের ঘটনায় বিএমএ'র উদ্বেগ

রাজধানীর সেন্ট্রাল হাসপাতালের ২ চিকিৎসককে গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ)

রাজধানীর সেন্ট্রাল হাসপাতালের ২ চিকিৎসককে গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ)। একইসঙ্গে এ দুই চিকিৎসকের অবিলম্বে মুক্তির দাবি জানানো হয়েছে।  

শনিবার (১৭ জুন) বিএমএর দপ্তর সম্পাদক ডা. মোহা. শেখ শহীদ উল্লাহ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব জানা গেছে। 

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন এবং মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী রাজধানীর বেসরকারি সেন্ট্রাল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. শাহজাদী ও ডা. মুনাকে ভুল চিকিৎসার অভিযোগে গ্রেপ্তার করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে দুইজন চিকিৎসককে গ্রেপ্তার করায় নিন্দা জানিয়েছেন তারা।

এর আগে গত ১৫ জুন ভুল চিকিৎসার অভিযোগে সেন্ট্রাল হাসপাতালের ডা. শাহজাদী ও ডা. মুনাকে গ্রেপ্তার করে ধানমণ্ডি থানা পুলিশ।

355160128_1022302149137786_4120752441083523756_n


আরও দেখুন: