দেশব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু

ডক্টর টিভি রিপোর্ট :
2023-06-18 10:10:16
দেশব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু

সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে

আজ রোববার (১৮ জুন) সকাল ৮টা থেকে সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো শুরু হয়েছে। ক্যাম্পেইন চলবে বিকাল ৪টা পর্যন্ত। বরাবরের মতো এবারও ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের যৌথ আয়োজনে আছে জাতীয় পুষ্টিসেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদফতর ও স্বাস্থ্য সেবা বিভাগ।  

নির্দেশ অনুযায়ী, খালি পেটে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো যাবে না। এছাড়া অসুস্থ হলে কিংবা কান্নারত অবস্থায় শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো যাবে না।

এবারের সবমিলিয়ে মোট দুই কোটি ৪০ লাখ শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে। এরমধ্যে ৬-১১ মাস বয়সী শিশুর সংখ্যা প্রায় ২৫ লাখ এবং ১২-৫৯ মাস বয়সী শিশু প্রায় ১  কোটি ২৫ লাখ। ক্যাম্পেইনের জন্য লাল রঙয়ের ক্যাপসুল আছে ২ লাখ ইউনিট এবং নীল রঙয়ের ক্যাপসুল আছে এক লাখ ইউনিট। সারাদেশে ক্যাম্পেইনে কাজ করছেন ১ লাখ ২০ হাজার স্বাস্থ্যকর্মী। এছাড়াও স্বেচ্ছাসেবী আছেন ২ লাখ ৪০ হাজার।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের মাধ্যমে দেশে রাতকানা রোগ অনেক কমেছে। রাতকানা রোগী এখন দেখা যায় না বললেই চলে। বর্তমানে দেশে রাতকানা রোগীর সংখ্যা শূন্য দশমিক ০৪ শতাংশ অর্থাৎ আধা শতাংশেরও কম।


আরও দেখুন: