স্ট্রোকে রাবি অধ্যাপক জাহানুর রহমানের মৃত্যু
অধ্যাপক ড. মো. জাহানুর রহমান
স্ট্রোক করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. জাহানুর রহমান মারা গেছেন। শনিবার (১৭ জুন) ভোর ৬টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
অধ্যাপক জাহানুর রহমানের বয়স হয়েছিল ৫২ বছর। তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন। তাকে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বেরুবাড়িতে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।
অধ্যাপক জাহানুর রহমান ১৯৯৯ সালে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে প্রভাষক পদে যোগদান করেন। ২০০২ সালে সহকারী ও ২০০৯ সালে সহযোগী অধ্যাপক পদে উন্নীত হন। ২০১৫ সাল থেকে অধ্যাপক পদে ওই বিভাগে কর্মরত ছিলেন।
১৯৯১ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একই বিভাগ থেকে স্নাতক ও ১৯৯২ সালে স্নাতকোত্তর পাস করেন জাহানুর রহমান। ২০০৯ সালে জাপানের হিরোশিমা সুডো বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন।
তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার এবং উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক হুমায়ুন কবীর গভীর শোক প্রকাশ করেছেন।